Type to search

Lead Story সারাদেশ

নারায়ণগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৩

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে ইজিবাইকের যাত্রী নুর উদ্দীন (৪৫), ইজিবাইকচালক হানিফ আলী (৩৭), যাত্রী মামুন হোসেন (৩১), জীবন সরকার (৩৫) ও জামাল।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি ইজিবাইক শিমরাইল থেকে উল্টোপথে কাঁচপুর যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। আহতদের মধ্যে ইজিবাইকের ১ যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে নেওয়ার পর মারা যান। অপর আহত ছয়-সাতজনকে প্রথমে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

এবিসিবি/এমআই

Translate »