Type to search

Lead Story জাতীয়

দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৭৪, নতুন শনাক্ত ৬৮৫৪

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে বা মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ৫২১ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ছয় হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন আরও ৩ হাজার ৩৯১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন সুস্থ হয়েছেন।

এর আগে, বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। এ ছাড়া শনাক্তের মধ্যে মারা যান আরও ৬৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে শনাক্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Translate »