Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

দেশে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা, শনাক্ত ৪৩১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে শনাক্ত হয়ে ৪৩১ জন নতুন রোগী। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে এক হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা  ১২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ঢাকায় নয় হাজার ৭১১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে দুই হাজার ৭২৭ জন।

একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ঢাকায় আট হাজার ৫০০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে দুই হাজার ৩৩৫ জন।

এ বছর ডেঙ্গু শনাক্ত হয়ে মোট ৪৬ জন মারা গিয়েছেন। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মৃত্যু হয় ১০৫ জনের।

এবিসিবি/এমআই

Translate »