Type to search

Lead Story জাতীয়

দেশে থেমে নেই করোনার তান্ডব, মৃত্যু ১৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছিল ও গতকাল শুক্রবার (২ জুলাই) ১৩২ জনের মৃত্যু হয়েছিলো। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৯১২ জনে দাঁড়ালো।

আজ শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ২১৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় লাখ ৩৬ হাজার ২৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭০৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে পজিটিভ শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত পজিটিভ শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ২৯ হাজার ১৯৯ জন সুস্থ হয়ে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮৪ ও মহিলা ৫০ জন। যাদের মধ্যে বাসায় সাতজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে, ১৩৪ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯, ঢাকায় ৩৮ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুরে ১৫, চট্টগ্রামে ১১ জন, ময়মনসিংহে ৪ জন, সিলেটে ১ জন, বরিশালে ৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে শনাক্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Translate »