দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৪৪০
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে শনাক্ত হয়ে আরও ৪৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে তিন হাজার ৫৩৯ জনে দাঁড়ালো। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৮০ জন ও ঢাকার বাইরে এক হাজার ২৫৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ হাজার ২৬৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৭২ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৮৯০ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১৯ জন ও ঢাকার বাইরে নয় হাজার ৫৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গু শনাক্ত হয়ে মোট ১২৮ জন মারা গেছেন।
এবিসিবি/এমআই