Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় শনাক্ত আরো ১০ হাজার ৮৮৮ জন

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে এক দশমিক ২৬ শতাংশ। বৃহস্পতিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৮০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জন। গতকাল ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল নয় হাজার ৫০০ জন।
দেশে এখন পর্যন্ত এক কোটি ২০ লাখ সাত হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৭৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন। সুস্থতার হার ৯৪ দশমিক পাঁচ শতাংশ।

এবিসিবি/এমআই
Translate »