Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ৩১ জনের মৃত্যু

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত-এবিসিবি নিউজ-abcb news

দেশে করোনায় টানা তিন দিন ৩০ জনের ওপরে মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। আর ১৩ হাজার ১৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষার বিপরীতে রোগী  পজিটিভ শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার ১৩ হাজার ৫০১ জন নতুন রোগী পজিটিভ শনাক্ত ও ৩১ জনের মৃত্যু হয়েছিল। রবিবার করোনা ভাইরাসে শনাক্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। আর ১২ হাজার ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

দেশে এ পর্যন্ত কোভিড-১৯ মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। আর করোনায় শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
Translate »