Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৫,২৬৮

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত  ২৮ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের বয়সের মধ্যে ১ জন,  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন  ও ১০ বছরের কম বয়য়ী ১ জন রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের চারজন, বরিশালি বিভাগের ১ জন ও  সিলেট বিভাগের ২ জন রয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »