Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু, মোট শনাক্ত ৫ লক্ষ ৩৫ হাজার ১৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৬৯ জন শনাক্তসহ দেশে মোট পজিটিভ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন।

আজ রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে ৪৪৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৯ হাজার ৭৪৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

এর আগে দিন শনিবার (৩০ জানুয়ারি) দেশে আরও ৩৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এছাড়া শনাক্তদের মধ্যে ১৭ জন মারা গিয়েছিল। সেই তুলনায় মৃত্যু কমেছে আজ কিন্তু শনাক্ত বেড়েছে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম কোভিড-১৯ রোগী পজিটিভ শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

Translate »