Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো মৃত্যু ২০, সুুস্থ ৬৮২ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস বা কোভিড-১৯ মৃত্যুবরণ করেছেন ২০ জন, তাদের মধ্যে পুরুষ ১৪ ও নারী ৬ জন। এই সময়ে ৬৮২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে ৭ হাজার ৯৪২ জন মৃত্যুবরণ করেছেন।

করোনাভাইরাস শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ১৭ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় ৭০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষায় ৬৯৭ জন শনাক্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ২৯ হাজার ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
অদ্যাবধি পরীক্ষার ২৭ লাখ ৩৭ হাজার ২৯৭টি হয়েছে সরকারি এবং সাত লাখ ৪৭ হাজার ৯৬০টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ১৫ দশমিক ২২ শতাংশ ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে ৬৮২ জন সুস্থ হয়েছেন । দেশে এ পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন সুস্থ হয়েছেন।
Translate »