Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

করোনাভাইরাসের শনাক্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা ১৪ হাজার ৭৭৮ জনে দাঁড়ালো।

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আট হাজার ৪৮৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

এর আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে একদিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গতকাল ১৪৩ জন মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন চার হাজার ৫০৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হলেন মোট আট লাখ ২৫ হাজার ৪২২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। পজিটিভ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

Translate »