Type to search

Lead Story জাতীয়

দেশে করোনার তান্ডবে রেকর্ড শনাক্ত ৮, ৩৬৪, মৃত্যু ১০৪

দেশে ভয়ংকর রূপ নিয়েছে কোভিড-১৯। বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। বিভিন্ন জেলায় লকডাউন ও বিধিনিষেধ জারি করে মহামারি করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু এর মধ্যেও ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ রোগীর চাপ বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে আট হাজার ৩৬৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ হাজার ২৭৬ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন তিন হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ ৭ হাজার ৬৭৩ জন।

দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। মোট পরীক্ষার তুলনায় পজিটিভ শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সকাল ৬টা থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। এ সময় সারাদেশে বন্ধ থাকবে গণপরিবহণ। তবে পণ্যবাহী যানবাহন এবং রিকশা চলবে। পাশাপাশি বন্ধ রয়েছে সব ধরনের পর্যটন কেন্দ্র, শপিংমল, মার্কেট, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে। এ সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস।

গত রোববার এসব বিধিনিষেধ উল্লেখ করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিধিনিষেধের মেয়াদ শেষে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে।

Translate »