Type to search

Lead Story খেলাধুলা

দারুণ বোলিং-ফিল্ডিংয়ে প্রশংসায় ভাসছেন কাটারমাস্টার ফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার রাজস্থান রয়্যালসের এ খেলোয়াড় ফিল্ডিংয়েও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে আসরে নিজেদের ১১তম ম্যাচে মোস্তাফিজ দারুণ প্রচেষ্টায় একটি ছক্কা আটকান। তার দুর্দান্ত ফিল্ডিংয়ে নিশ্চিত ছক্কা থেকে বঞ্চিত হয় ব্যাঙ্গালুরু। সেই বলে বিরাট কোহলিরা পান মাত্র ১ রান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মাতামাতি।

বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাহাতি মোস্তাফিজ।  ক্রিস মরিসরা যেখানে দেদারসে রান বিলিয়েছেন, মোস্তাফিজ সেখানে তিন ওভার বল করে ২০ রানের খরচায় শিকার করেছেন জোড়া উইকেট। মোস্তাফিজ ছাড়া আর কেউই উইকেট পাননি ব্যাঙ্গালুরের।

সব মিলিয়ে মোস্তাফিজের পারফরম্যান্সে বিমোহিত সমর্থকরা।

এবিসিবি/এমআই

Translate »