Type to search

Lead Story আন্তর্জাতিক

দরিদ্র দেশে নারী শিক্ষায় ৪৩০ মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী জনসন

নারীদের শিক্ষার অগ্রাধিকারের ওপর গুরুত্ব দিয়ে বিশ্বের দরিদ্রতম কয়েকটি দেশে শিক্ষার উন্নতির জন্য ৪৩০ মিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার (১১ জুন) যুক্তরাজ্যের কর্নওয়ালে শুরু হওয়া জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি আন্তর্জাতিক বিশ্বের জন্য লজ্জার যে, দরিদ্রতম দেশগুলোর অসংখ্য মেয়ে স্কুলে যেতে পারছে না।

শিক্ষার মাধ্যমে এই শিশুরা শিল্প বা বৈজ্ঞানিক অগ্রগামীদের শিরোনাম হতে পারবে, যোগ করেন তিনি। এ সময় নারী শিক্ষাকে জি-৭ সম্মেলনের অন্যতম প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করেন বরিস জনসন।

তিনি বলেন, দেশগুলোকে দারিদ্র্যতা থেকে মুক্ত করতে পারা হবে সেরা উপায়। আর বিশ্বব্যাপী তা থেকে পুনরুদ্ধারের উপায় হলো শিক্ষা এবং বিশেষত মেয়েদের শিক্ষায় বিনিয়োগ করা।

Translate »