দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে মৃত্যু বেড়ে ১৪৬
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর আগে দেশটির কর্মকর্তারা ৫৯ জন নিহতের খবর জানিয়েছিল। সংবাদ বিবিসি, সিএনএনের।
কর্মকর্তারা জানিয়েছেন, সিউলে হ্যালোইন উৎসবে বহু সংখ্যক মানুষের জমায়েত হয়। এতে বিশাল ভিড়ে পিষ্ট হয়ে বা হুড়োহুড়িতে ৫৯ জন নিহত হয়েছেন। এমন খবরের ঘণ্টা খানেক পরেই দেশটির কর্মকর্তারা ১২০ জনের নিহতের খবর জানায়। শেষমেশ বিবিসির লাইভ প্রতিবেদনে, ১৪৬ জনের নিহতের খবর জানানো হয়েছে।
তবে সিএনএন বলছে, হ্যালোইন উৎসবে এতজন ঠিক কীভাবে নিহত হয়েছেন –সে ব্যাপারে দেশটির কর্মকর্তারা স্পষ্ট কারণ বলেননি। দেশটির এক কর্মকর্তা বলেছেন, উৎসবের মধ্যে অনেকে হুড়োহুড়ি করতে গিয়ে পড়ে যান এবং তাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
জরুরি পরিষেবার বরাত দিয়ে ইয়নহাপ নিউজ এজেন্সি বলেছে, এতে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী সিউলের ইতায়েওন এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট এক জরুরি বৈঠক ডেকেছেন। সেইসঙ্গে হতাহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সিএনএন বলছে, এই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য দেয় নি। পুলিশ ওই এলাকা বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ রাস্তায় এবং স্ট্রেচারে শুয়ে আছে।
দেশটির আগুন নির্বাপক দলের প্রধান বলেছেন, এখন পর্যন্ত ৮৪৮ জন জরুরি পরিষেবা কর্মী মোতায়ের করা হয়েছ। যার মধ্যে ৩৬৪ জন দমকলকর্মী এবং ৪০০ জন পুলিশ।
এবিসিবি/এমআই