ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান

গন্তব্য মূলত ভারত। আগামী ২৯ মে আহমেদাবাদে আইপিএলের ফাইনালে বিসিসিআইয়ের আমন্ত্রিত অতিথি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। ভারতে যাওয়ার আগে ২ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছেন তিনি। আজ বেলা ১১টায় ঢাকায় পৌঁছে যাবেন নিউজিল্যান্ডের এই ক্রীড়া সংগঠক।
ঢাকায় এসে পূর্বাচলে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন আইসিসি চেয়ারম্যান। আগামীকাল মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা উপভোগ করবেন তিনি।
গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এসব তথ্য জানিয়েছেন। মিরপুর স্টেডিয়ামে আইসিসি প্রধানের আগমন সম্পর্কে বিসিবির এ পরিচালক গতকাল বলেছেন, ‘এটা সৌজন্যমূলক। উনি কাল (আজ) আসবেন, আমাদের কিছু অবকাঠামো পর্যবেক্ষণ করবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম আছে, সেখানেও যাবেন। কিছু আলাপ-আলোচনা হবে।
ওনার সঙ্গে একটা ডিনার আছে আমাদের কাল (আজ) সন্ধ্যায়। আর ২৩ তারিখে উনি খেলা দেখবেন। এখানে এসে এক ঘণ্টা কিংবা প্রথম সেশন খেলা দেখবেন।’বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা কিছুক্ষণ উপভোগের পর আইপিএল ফাইনাল দেখতে ভারতে যাবেন আইসিসি চেয়ারম্যান। একই ফ্লাইটে বিসিসিআইয়ের অতিথি হিসেবে ভারত যাওয়ার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও।
এবিসিবি/এমআই