Type to search

Lead Story আন্তর্জাতিক

ঢাকাস্থ বিমসটেক সচিবালয়কে ১০ লাখ ডলার দেবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

৭ দেশের জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সচিবালয়ের  অপারেশনাল বাজেট বাড়ানোর জন্য ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় প্রধানমন্ত্রী বিমসটেকের জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে একটি শক্তিশালী ক্ষেত্র তৈরি করার কথা জানিয়ে বলেন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়ানো গুরুত্বপূর্ণ। আমাদের অঞ্চল স্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের প্রয়োজন একতা ও সহযোগিতা।

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান মোদি বলেন, সময় এসেছে বঙ্গোপসাগরকে সংযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তার সেতু বানানোর।

তিনি বলেন, বিমসটেকের সকল সদস্য দেশকে নতুন উদ্যমে নিজেদেরকে নিয়োজিত করে লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানাচ্ছি। ১৯৯৭ সালে ঠিক যে ভাবে সম্মিলিতভাবে আমরা লক্ষ্য অর্জন করেছিলাম।

এবিসিবি/এমআই

Translate »