Type to search

Lead Story অপরাধ সারাদেশ

ঢাকার সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণা, নারীসহ আটক ৪

জেলা প্রতিনিধিঃ ঢাকার সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক এবং প্রতারিত ২০ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব-৪।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

এর আগে, রবিবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার মশিউর রাহমান (২১), কুড়িগ্রাম জেলার রবিউল ইসলাম রবি (২১) ও বাতেনের স্ত্রী শাহারা বানু (৩৫) এবং মোসলেম হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিন (১৮)।

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি প্রতারক চক্র বিভিন্ন নিরীহ মানুষকে বেশী বেতনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নামে দীর্ঘ দিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিলো। পরে শাকিল নামের এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিলে সে চাকরি না পেয়ে র‌্যাব-৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র‌্যাব ধরতে মাঠে নামে প্রতারক চক্রটিকে। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভারের আনন্দপুর এলাকায় অবস্থিত প্রজন্ম ফোর্স লিমিটেড নামক প্রতিষ্ঠান থেকে প্রতারণার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

এসময় উদ্ধার করা হয়েছে প্রতারিত ২০ চাকরিপ্রার্থী ভুক্তভোগীকে। এছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্যক্তিদের ৩০টি যোগদান ফরম, ভাউচার ৭টি, অঙ্গীকারনামা ১০টি, নিয়োগ বিজ্ঞপ্তি ৫ টি এবং ৬ টি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের কাগজপত্র জব্দ করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Translate »