Type to search

Lead Story আন্তর্জাতিক

জো বাইডেনকে প্রার্থিতা থেকে সরাতে ব্যক্তিগত চেষ্টা অব্যাহত

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাতে ব্যক্তিগত চেষ্টা অব্যাহত আছে। সম্প্রতি ডেমোক্র্যাট নেতাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁকে সরে যেতে বলার প্রবণতা কমলেও গোপনে ও ব্যক্তিগত পর্যায়ে তা চলছে।

বেশ কয়েকটি ডেমোক্র্যাট সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সিএনএন এ তথ্য জানায়। সূত্র জানিয়েছে, নেতারা ডেমোক্রেটিক জরিপবিদ স্ট্যানলি গ্রিনবার্গের তথ্য বাইডেনকে জানাচ্ছেন। ওই তথ্যে দেখা গেছে, বাইডেন আগামী নির্বাচনে হারতে যাচ্ছেন। এমনটা হলে তা পুরো দলের জন্য ক্ষতির কারণ হবে বলেও তারা সতর্ক করছেন। এরই মধ্যে বাইডেনের ঘনিষ্ঠজনদের মধ্যে বিষয়টি জানিয়েছেন স্ট্যানলি। পরিস্থিতি ‘বিপর্যয়কর’ বলেও তিনি বর্ণনা করেছেন।

সূত্রগুলো বলছে, টেলিভিশন বিতর্কে হতাশাজনক প্রদর্শনীর পর বাইডেনের জনপ্রিয়তা কমতে থাকে। এতে ক্রমেই সমর্থন হারাতে থাকেন বাইডেন। মার্কিনিরা বাইডেনকে আরও চার বছরের জন্য ক্ষমতায় দেখতে আগ্রহী নন।

যথার্থতার জন্য নির্বাচন কৌশলবিদ স্ট্যানলি গ্রিনবার্গ বিখ্যাত। তিনি কয়েক যুগ ধরে ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনী জরিপ করে আসছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দুই দফার নির্বাচনী প্রচারণায় জরিপ ও কৌশলবিদের দায়িত্ব পালন করেন।

সূত্র জানিয়েছে, স্ট্যানলি ছাড়াও অনেক ডেমোক্র্যাট নেতা বাইডেনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁকে সরে দাঁড়াতে বলছেন। তবে বাইডেন বলেছেন, তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না; শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এ অবস্থায় গত শনিবার নির্বাচনী র্যাকলিতে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রিপাবলিকানদের নির্বাচনে অধিকতর জনসমর্থন পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »