জীবনের নিরাপত্তা দিন, উন্নয়ন এমনিই হবে!!

মানিক মুনতাসির:
সীতাকুণ্ডের আগুনে পুড়ে যাওয়া বহু মানুষ জীবনের সাথে লড়ছেন। ইতিমধ্যে অন্তত অর্ধশত মানুষ পুড়ে মারাও গেছেন। সেখানকার বাতাসে এখনো লাশের উৎকট গন্ধ। বহু রাসায়নিক মিশে গেছে মাটি, পানি আর বাতাসে। যা বেশ দামীই ছিল। সেখানে তো স্বজনহারাদের চোখের জল তুচ্ছই বৈকি। এজন্যই হয়তো সেই পোড়া মানুষদের দেখতে যাওয়ার সাথে প্রতারণা করে সার্কিট হাউজে গিয়ে মুরগীর রান চুবোচ্ছেন বড় কর্তারা।
দূর্ঘটনার আগুন নেভানোর জন্য এবং দ্রুত রেসকিউ করতে চারটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার ঘোষণা দেয়া হয়েছে। নিশ্চয়ই এ নিয়েও শকুনের দল টেন্ডার আর কমিশন বাণিজ্যের ছকও আঁকা শুরু করেছেন৷ হয়তো হেলিকপ্টার কেনাও হবে। কিন্তু যারা মারা গেছেন সীতাকুণ্ডের ঘটনায় তাদের পরিবারগুলোর কি হবে? অনাথ সন্তানদের পাশে কি দাঁড়াবে এ রাষ্ট্র? নিমতলী, রানা প্লাজা, নারায়নগঞ্জ, স্পেক্ট্রা কোনটা থেকে কি ন্যুনতম কোন শিক্ষা নিতে পেরেছি আমরা?
একেকটি কন্টেইনারে বহু দামী রাসায়নিকই ছিল যার কাছে শ্রমিক নামক মানুষদের জীবন একেবারেই মূল্যহীন। নাহলে আগুন লাগার পর যেখানে তালা খুলে দেয়ার কথা সেখানে উল্টো গেটে তালা মারা হলো কেন?
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অকাতরে প্রাণ দিলেন৷ অথচ অন্য কোন বাহিনীর লোককে বিপদে পাশে চাইলে উল্টো বিপদই বাড়ে অনেক ক্ষেত্রে । সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের এই আত্মত্যাগ সত্যিই অতুলনীয়। এদিকে স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের ক্ষণ গণনা চলছে। সারাদেশে উৎসব আর আনন্দমুখরতায় বেমালুম ভুলে যাবো, যাচ্ছি পোড়া মানুষদের। পদ্মাসেতু বলে কথা জমকালো অনুষ্ঠান ছাড়া উদ্বোধন হয় কি করে?
এদিকে আজ ভোর রাতে ডিবিসি নিউজের এক প্রোডিউসার আবদুল বারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে হাতিরঝিল এলাকা থেকে। আবার রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। কোথায় জীবনের নিরাপত্তা। কোথায় উন্নয়নের স্বার্থকতা৷ তাহলে দেশটাকে সিঙ্গাপুর আর কানাডা বানিয়ে লাভটা কি?
সড়ক দূর্ঘটনা, যানজট, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকারণে বা ঠুনকো কারণে আত্মহনন এসব কি বিচ্ছিন্ন ঘটনা৷ তাহলে ছিন্ন আর নিত্য ঘটনা কোনটা? মামুষই যদি না থাকে। জীবনের নিরাপত্তাই যদি না থাকে এত এত উন্নয়ন আর কাগজভরা মাথাপিছু আয় দিয়ে কি করব?
ওদিকে মেজর সিনহা হত্যার নায়ক কক্সবাজারের ওসি প্রদীপ নাকি বলেছেন তিনি একজন সৎ পুলিশ অফিসার।এটা নিয়ে আবার সেখান একটি পত্রিকায় নিউজও হয়েছে। নিজেকে নিরীহ দাবি করা ওসি প্রদীপের নিঃশ্বর্ত মুক্তি দাবি করে মানব বন্ধনটা দেখার অপেক্ষায় রইলাম।
মানিক মুনতাসির: সাংবাদিক, কবি ও সাহিত্যিক