জি-২০ বৈঠকে কথা কাটাকাটিতে জড়ালেন শি এবং ট্রুডো!
ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে গিয়ে নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে যোগদানকারী রাষ্ট্রের নেতাদের। দ্বিপাক্ষিক সম্পর্ক নজরে রেখে নিজেদের মধ্যে পার্শ্ববৈঠকও করছেন তারা। এসবের মধ্যেই কথা কাটাকাটিতে জড়াতে দেখা গেল দুই রাষ্ট্রনেতাকে! তারা হলেন—চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দুই রাষ্ট্রনেতার মধ্যে বাদানুবাদের একটি ভিডিও সম্প্রচারিত হচ্ছে বেশকিছু সংবাদমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, পার্শ্ববৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্প্রতি যে কথাবার্তা হয়েছে, তা ‘ফাঁস’ হয়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করছেন জিনপিং। তাকে বলতে শোনা যায়, ‘এটা ঠিক হয়নি।
আমাদের মধ্যে নিশ্চয়ই এ রকম কথা হয়নি!’ চিনের প্রেসিডেন্টের এই কথার পরিপ্রেক্ষিতে ট্রুডোকে বলতে শোনা যায়, ‘কানাডায় আমরা বাক্স্বাধীনতা, মুক্ত আলোচনায় বিশ্বাস করি। আমরা এভাবেই চালিয়ে যাব। আমরা নিশ্চয়ই একসঙ্গে কাজ করব। কিন্তু কিছু বিষয়ে আমাদের মতানৈক্য থাকবেই।’
এবিসিবি/এমআই