Type to search

Lead Story রাজনীতি

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে বিএনপির বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

মঙ্গলবার (১২ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বেলা ২টা থেকে সোয়া ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গত মে মাসে ঢাকার আবাসিক সমন্বয়কারী হিসেবে গোয়েন লুইস নিয়োগ লাভের পর এটিই তার বিএনপি মহাসচিবের সঙ্গে প্রথম সাক্ষাৎ। বৈঠক শেষে আমীর খসরু জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।

তবে তাদের মধ্যে কী কথা হয়েছে- তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

তবে বৈঠক সূত্রে জানা গেছে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে এটা সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিএনপির পক্ষ থেকে তার কাছে তুলে ধরা হয়। এ ছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।-যুগান্তর

এবিসিবি/এমআই

Translate »