Type to search

Lead Story সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় ৬ অটোরিকশা-যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছে। সোমবার (১১ জুলাই)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাইয়ার দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। হাইওয়ে ভেল্লাপাড়া  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাফ্ফর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দিঘিরপাড়ে বাসটি বিপরীত দিক থেকে আসা ১ অটোরিকশাকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।  লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিসিবি/এমআই
Translate »