Type to search

Lead Story সারাদেশ

চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত শতাধিক

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালিতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গুলিতে ৪ শ্রমিকের মৃত্যু ও শতাধিক আহত হয়েছেন বলেও জানা গেছে।

আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে শ্রমিকরা আন্দোলন করতে থাকে।

পরে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পর্যায়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে অন্তত ৪ জনের মৃত্যু ও শতাধিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। পুলিশের গুলিতে নিহত রাহাত (২২) সে কিশোরগঞ্জ জেলার ফালু মিয়ার পুত্র। নিহত অন্য ৩জন হলেন আহমেদ রেজা (১৮), শুভ (২৪) ও মো. রাহাত (২২)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

Translate »