Type to search

Lead Story রাজনীতি

গণস্বাস্থ্য হাসপাতালে প্রসূতির মৃত্যু, জাফরুল্লাহসহ ৪জনের বিরুদ্ধে মামলা

অবহেলাজনিত কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে মামলা হয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলাটি করেন প্রসূতির স্বামী এস এ আলম সবুজ।

মামলার অন্য আসামিরা হলেন- গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, গাইনি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন, ডা. শওকত আলী আরমান এবং সেবিকা শংকরী রানী সরকার।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)কে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী নাসরিন আক্তার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত রক্তক্ষরণের একপর্যায়ে ভিকটিম নাসরিন একটি মেয়ে সন্তান প্রসব করেন। কিছুক্ষণ পর মারা যান তিনি।

Translate »