Type to search

Lead Story আন্তর্জাতিক

খাদ্য সংকটে মৃত্যু হতে পারে ‘লাখো’ মানুষের

যদি ইউক্রেনের বন্দরগুলো রাশিয়া খুলে না দেয় তবে খাদ্য সংকটের কারণে লাখো মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়ো।

বর্তমানে ইউক্রেনে রপ্তানিযোগ্য কোটি কোটি টন শস্য মজুত রয়েছে। কিন্তু যুদ্ধের কারণে তা রপ্তানি করতে পারছে না কিয়েভ। খবর আলজাজিরার।

রোমে খাদ্য সংকট নিয়ে আয়োজিত সম্মেলনে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামনের কয়েক সপ্তাহ সংকট সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়ো।

লুইগি বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা রাশিয়ার কাছ থেকে পরিষ্কার এবং বাস্তব সংকেত চাই। কেননা, শস্য রপ্তানি বন্ধ করার অর্থ হলো লাখ লাখ শিশু, নারী ও পুরুষকে জিম্মি করা ও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।

ইউক্রেন বিশ্বের বৃহত্তম গম, ভুট্টা ও সূর্যমুখী তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। যুদ্ধ ও ইউক্রেনের বন্দরগুলোর ওপর রুশ অবরোধের কারণে বহু দেশে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। আর অধিকাংশ বন্দরে মাইন স্থাপন করে রাখ হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকেই ইউক্রেনের বন্দর হয়ে বিশ্বে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে ইতোমধ্যে বিভিন্ন দেশে বেড়ে গেছে খাদ্যের দাম।

এবিসিবি/এমআই

Translate »