Type to search

Lead Story আন্তর্জাতিক

কোভিড১৯: বিশ্বে ৫ হাজার ৮১৪ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ২৪ লাখ

বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ হাজার ৮১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ৪৬৯ জন।

সোমবার (১৭ জানুয়ারি) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মোট ৩২ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৬৪৬ জনে শরীরে করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া কোভিড-১৯ মোট ৫৫ লাখ ৫৩ হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মৃত্যু ও পজিটিভ শনাক্তের সংখ্যা ৯০৯ এবং চার লাখ ১৬ হাজার ৬৬৬ জনে।  ভারতে গত একদিনে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ৩১৪ এবং দুই লাখ ৭১ হাজার ২০২ জনে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ এবং ৪ লাখ ৮৬ হাজার ৯৪ জনে।

এবিসিবি/এমআই

Translate »