Type to search

Lead Story আন্তর্জাতিক

কোভিড-১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থার  ছাড়পত্র পেল ফাইজারের টিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ফাইজার এবং বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) টিকাটির বৈধতার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, বিশ্বজুড়ে অবস্থিত তাদের আঞ্চলিক অফিসগুলির মাধ্যমে তারা এই টিকার সুবিধা সম্পর্কে দেশগুলির সাথে কথা বলবে।

বিশ্লেষকরা জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী ভ্যাকসিনটির আমদানি ও বণ্টনের বিষয়টি দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো।

এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা মারিয়াঞ্জেলা সিমাও জানান, করোনাভাইরাসের টিকার বৈশ্বিক প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এটি খুবই ইতিবাচক একটি পদক্ষেপ।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ১ ডজন দেশে ইতিমধ্যে ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদিত হয়েছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের তথ্য অনুসারে, তাদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনটি ৯৫ শতাংশ কার্যকর।

Translate »