Type to search

Lead Story রাজনীতি

কোভিড-১৯ প্রতিরোধে বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

করোনাভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ভ্যাকসিন নেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওই একই হাসপাতালে গত ১৮ অগাস্ট কোভিড-১৯ টিকার ২য় ডোজ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

করোনাভাইাসে শনাক্ত হয়ে গতবছর এপ্রিলে হাতপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেরে ওঠার পর ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট থেকেই মর্ডানার ভ্যাকসিন প্রথম ডোজ নেন খালেদা। ১ মাস পর ১৮ অগাস্ট নেন ২য় ডোজ।

দুর্নীতির মামলায় ১ বছর কারাগারে ছিলেন খালেদা জিয়া। এরপর সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে বাড়িতে থাকার মধ্যে ২০২০ সালের এপ্রিলে করোনাভাইরাস শনাক্ত হন তিনি। আবার অসুস্থ হয়ে গত বছর প্রায় ৩ মাস হাসপাতালে ছিলেন। তখন তার লিভার সিরোসিস ধরা পড়ে। গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।

এবিসিবি/এমআই
Translate »