Type to search

Lead Story আন্তর্জাতিক

কোভিড-১৯ নতুন ধরণ ওমিক্রনের ঝুঁকি এখনও অনেক বেশি

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত-এবিসিবি নিউজ-abcb news

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, কোভিড-১৯ নতুন ধরণ ওমিক্রন সংক্রান্ত ঝুঁকি এখনও অনেক বেশি। করোনাভাইরাস বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সংস্থাটি তার সাপ্তাহিক বৈঠকে বলেছে, গত ১ সপ্তাহে দুই কোটি ১০ লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে, যা মহামারি শুরুর পর সর্বোচ্চ। একইসাথে গত ১ সপ্তাহে করোনায় বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার লোক মারা গেছে।

স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে বিশ্বে এখন ওমিক্রনই তার আধিপত্য বাড়িয়ে চলেছে। ডেল্টার সংক্রমণ কমে এসেছে। বিটা, আলফা ও গামার সংক্রমণ একেবারেই নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ডব্লিওএইচওর বিশ্লেষণে, যেসব দেশে ২০২১ সালের নভেম্বরে ও ডিসেম্বরে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল সেসব দেশে এখন কমে এসেছে।

সংস্থাটি বলছে, বর্তমানে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনও অনেক বেশি রয়ে গেছে।

গত ৩০ দিনে সংগৃহীত নমুনা যা জিআইএসএআইডিতে আপলোড করা হয়েছে, সেখানে দেখা গেছে কোভিড-১৯ ওমিক্রন ধরনে আক্রান্ত ৮৯.১ শতাংশ। আর ডেল্টা ধরন ১০.৭ শতাংশ।

এবিসিবি/এমআই

Translate »