Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: দেশে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১৬৩

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩৯২ জনে দাঁড়ালো। গত দশ দিন ধরে করোনায় শতাধিক মৃত্যু দেখলো বাংলাদেশ। ৫ জুলাই দেশে করেনার সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে নয় লাখ ৬৬ হাজার ৪০৬ জনে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে পজিটিভ শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ২২ শতাংশ। একদিনে নতুন করে ৫ হাজার ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯৮ ও মহিলা ৬৫ জন। যাদের মধ্যে বাসায় নয় জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে, ১৬৩ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬, ঢাকায় ৪৫ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ২৪ জন, রংপুরে ১১ জন, ময়মনসিংহে পাঁচজন, সিলেটে দুইজন, বরিশালে ৬জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে শনাক্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Translate »