Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, নতুন শনাক্ত ৫,২৬৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড।

আজ রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

এর আগে ১৯ এপ্রিল কোভিড-১৯ দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

Translate »