Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: খুলনা বিভাগে আরো ৪৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৪ জনের। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (১৯ জুলাই) বিভাগে ৫২ জনের মৃত্যু এবং এক হাজার ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে ৮, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে; ঝিনাইদহে ২ জন, বাগেরহাট ও মাগুরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৯৮০ জন। শনাক্ত হয়ে মারা গেছেন এক হাজার ৯৯০ জন। ৫৬ হাজার ৩৫৪ জনসুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Translate »