কিছু সাংবাদিকের ‘তালিকা’ প্রকাশ, ‘নিষিদ্ধের’ দাবি: বৈষম্য-বিরোধী ছাত্ররা
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিছু সাংবাদিকের নাম প্রকাশ করেছে, যাদের সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে ৫১ জন সাংবাদিকের তালিকা তুলে ধরা হয়।
এই প্রেস রিলিজের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে , “ছাত্র-জনতার রক্ত ঝরানোর ইন্ধনদাতা দালাল সাংবাদিক ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত গংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।” প্রকাশিত তালিকায় থাকা সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্যও সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
“আমরা মনে করি সাংবাদিকতার আড়ালে এদের কর্মকাণ্ড ছিল জাতীয় স্বার্থ ও রাষ্ট্র বিরোধী। ছাত্ররা এখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে। এসব জাতীয় দুশমনরা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে আর যাতে জাতীয় ক্ষতি করতে না পারে সেজন্য তাদের বহিষ্কার ও সাংবাদিকদের নিষিদ্ধ করার নিবেদন জানাচ্ছি,” বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন যাদের নাম তালিকা করে প্রকাশ করেছে সেটি নিচে তুল ধরা হলো। ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদের নামে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
বিবিসি