Type to search

Lead Story অন্যান্য বাংলাদেশ সারাদেশ

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক কাজল

কারাগার থেকে মুক্ত হওয়ার পর ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল ছেলেকে জডিয়ে ধরেন

প্রায় নয় মাস পর অবশেষে বাড়ি ফিরলেন ঢাকার একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

মি. কাজলের ছেলে মনোরম পলক  জানিয়েছেন, বেলা এগারটার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় পৌঁছেছেন তার বাবা।

কয়েকদিন আগে হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন শফিকুল ইসলাম কাজল।

গত ১১ই মার্চ পুরনো ঢাকার চকবাজার এলাকায় বাসা থেকে বের হয়েই নিখোঁজ হয়েছিলেন শফিকুল ইসলাম কাজল।

তিনি নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর গভীর রাতে যশোরে বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করার কথা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

তখন এই সাংবাদিককে দুই হাত পেছনে দিয়ে হাত কড়া লাগিয়ে আদালতে নেয়ার ছবি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।

এরপর তেসরা মে থেকে থেকে তিনি কারাগারে ছিলেন।

তবে তিনি নিখোঁজ হওয়ার আগেই গত ১০ই মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন ঢাকার শেরেবাংলা নগর থানায়।

যুব মহিলা লীগের দু’জন নেত্রীও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টি মামলা করেছিলেন।

কয়েকটি মামলায় গত তেসরা মে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

গত ১৭ই ডিসেম্বর হাইকোর্ট দু’টি মামলায় তাকে জামিন দিলে তার মুক্তির সুযোগ তৈরি হয়।

পক্ষকাল নামে একটি ম্যাগাজিনের সম্পাদক শফিকুল ইসলাম কাজল একই সাথে দৈনিক খবরের কাগজ বণিক বার্তার আলোকচিত্রী হিসেবে কাজ করতেন।

 বিবিসি

Translate »