Type to search

Lead Story আন্তর্জাতিক

কাবা শরিফে নামাজ আদায়ে পূর্ণ ডোজ টিকা বাধ্যতামূলক

দুই ডোজ টিকা গ্রহণ ছাড়া মক্কার মসজিদুল হারামে সালাত আদায় এবং মদিনার মসজিদে নববি পরিদর্শনের সুযোগ না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব।

দুই পবিত্র মসজিদে নামাজ ও ইবাদতের ক্ষেত্রে সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় পূর্ণ ডোজ টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করেছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্তে জানানো হয়, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইতিমধ্যে যারা পূর্ণ ডোজ টিকা না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন, তাদেরও ঐ অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

এবিসিবি/এমআই

Translate »