Type to search

Lead Story রাজনীতি

কানাডায় ঢুকতে পারলেন না আলোচিত এমপি মুরাদ হাসান

বাংলাদেশি রাজনীতিক এবং এমপি বহুল আলোচিত ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে বলে জানা গেছে।

কানাডার স্থানীয় বাংলা অনলাইন পত্রিকা ‘নতুন দেশ’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি কানাডার সরকারি সূত্র থেকে। কানাডা বর্ডার সার্ভিসের সাথে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেননি।

জানা গেছে, ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় ১০ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিমানবন্দরের বিভিন্ন সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ড. মুরাদ হাসানের কাছ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে জানান যে অসংখ্যক কানাডিয়ান তার প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে। পরে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় তাকে বলে জানা গেছে।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান জানান, ‘বাংলাদেশ সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয় থেকে ডা. মুরাদ হাসানের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। তিনি আমাদের সাথে যোগাযোগ করেননি। আমাদের কিছু জানায়নি কানাডার ইমিগ্রেশনও। তবে গণমাধ্যমে সংবাদ এসেছে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।’

এবিসিবি/এমআই

Translate »