Type to search

Lead Story অর্থ ও বাণিজ্য

করোনাভাইরাসে ব্যাংকারদের মৃত্যু হলে ৫০ লাখ টাকা পাবেন 

কোভিড-১৯ মহামারিতে সবকিছু বন্ধ থাকলেও সীমিত পরিসরে চলমাল রয়েছে ব্যাংকিং এর কাজকর্ম। এমন পরিস্থিতিতে ব্যাংকারদের করোনায় শনাক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি বিবেচনায় নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে।

গতকাল সোমবার এক সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ মহামারির এই পরিস্থিতিতে কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী করোনায় শনাক্ত হয়ে মৃত্যুবরণ করলে পদভেদে ২৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

মূলত কেন্দ্রীয় ব্যাংক দেশে কার্যরত সব তফসিলি এবং বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ সার্কুলারটি পাঠিয়েছে।

সার্কুলারে জনানো হয়েছে, ব্যাংকে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে শনাক্ত হয়ে কর্মকর্তা-কর্মচারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে কর্মকর্তা-কর্মচারীর স্ত্রী/স্বামী/সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা/মা ক্ষতিপূরণের অর্থ পাবেন।

এ সার্কুলার লেটারের নির্দেশনা গত বছরের ২৯ থেকে কার্যকর হবে এবং বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। অর্থাৎ ২৯ মার্চ থেকে যেসব ব্যাংকার করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন তাদের পরিবার এ সার্কুলারের আওতায় ক্ষতিপূরণ পাবেন।

প্রথম শ্রেণির কর্মকর্তা, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা মৃত্যু হইলে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা পাবেন।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সমমানের পদমর্যাদার কর্মকর্তারা সাড়ে ৩৭ লাখ টাকা পাবেন। স্টাফ ও সাব-স্টাফের (যেকোনো প্রক্রিয়ায় নিয়োগ/নিয়োজিত) ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবেন ২৫ লক্ষ টাকা।

Translate »