এবার আফগানিস্তানে কোরআনকে অবমাননা, সঙ্গীসহ মডেল আটক

ইসলাম ও কোরআনকে অবমাননা করার দায়ে আজমল হাকিকি নামে এক আফগান-ইউটিউবারকে তালেবান গ্রেফতার করেছে। এছাড়া তার আরও তিন সহকর্মীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, গত সপ্তাহে কাবুল ভিত্তিক ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। অভিযোগ, ভিডিওতে এই ইউটিউববার ও তার ৩ সহকর্মী কোরআনের আয়াতগুলো হাস্যকরভাবে ব্যবহার করেছে।
ভিডিওতে দেখা যায়, একজন হাস্যকর কণ্ঠে আরবিতে কোরআনের আয়াত তেলাওয়াত করেন এবং অন্যজনরা হাসছেন। পরবর্তীতে গত ৫ জুন হাকিকি আরেক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি আগের ভিডিওর জন্য ক্ষমা চান।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী, ইসলামী পবিত্র মূল্যবোধের অবমাননার অভিযোগে তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স’ গত ৭ জুন হাকিকি ও তার সঙ্গীকে আটক করে। এর একদিন পর হাকিকির ক্ষমা চাওয়া আরেক ভিডিও প্রকাশ করা হয়।
এনিয়ে ৮ জুন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতি প্রকাশ করে। সেখানে তারা গ্রেফতারকৃতদের শিগগিরই মুক্তি দেওয়ার আহব্বান জানান।
এবিসিবি/এমআই