Type to search

Lead Story মিডিয়া

ধর্ষণের অভিযোগে একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা

একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ ও তার প্রেমিকা ডাক্তার তৃণা ইসলাম (ফেসবুক থেকে নেয়া)

বাংলাদেশ ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।  বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থানায় করা ওই মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে  শাকিল আহমেদের প্রেমিকা ডাক্তার তৃণা ইসলাম  বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে একই অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনে  ডাক্তার তৃণা ইসলাম দাবি করেছিলেন, চাকরির জন্য প্রায় সাত-আট মাস আগে শাকিলের সঙ্গে তার যোগাযোগ হয়। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্কের শুরু। পরে অন্তঃসত্ত্বা ও ভ্রূণ নষ্টের পরও তাকে বিয়ে না করে বরং চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান শাকিল।

উল্লেখ্য, শাকিল আহমেদ একাত্তর টিভির আলোচিত সমালোচিত সাংবাদিক ফারজানা রুপার স্বামী।

Translate »