এএইচএফ কাপে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ

এএইচএফ কাপের ফাইনালে ওমানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপ হকির শিরোপা জিতলো লাল-সবুজের জার্সিধারীরা।
শুক্রবার রাতে জাকার্তায় অনুষ্ঠিত ফাইনালে ওমানের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ১৪ মিনিটে সোহানুর রহমানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশ। ১৯ মিনিটে ওমানের ফাহাদ আল লাওয়াতি গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ওমানকে ৫-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ।
টাইব্রেকারের প্রথম তিন শট থেকে উভয় দল গোল আদায় করে নেয়। চতুর্থ শটে বাংলাদেশ গোল করে। আর ওমান মিস করে। পঞ্চম শট থেকে বাংলাদেশ গোল পেলে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এবিসিবি/এমআই