Type to search

Lead Story রাজনীতি

উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মির্জা ফখরুল

দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বিবৃতিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ লাখ ৫০ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদিপশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ–বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

দুর্যোগকবলিত মানুষ ব্যথা–বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নতুন উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল দুর্গত মানুষকে সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।-ইত্তেফাক

এবিসিবি/এমআই

Translate »