ইউক্রেনে লক্ষ্য অর্জনে ব্যর্থ রাশিয়া

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন যে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে রাশিয়া এরই মধ্যে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কিয়েভ সফল হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন ও ব্লিঙ্কেনের অঘোষিত কিয়েভ সফর শেষে পোল্যান্ডে এক সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে কিইভে যুক্তরাষ্ট্রের দূতাবাস শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই কর্মকর্তা।
দুইজনই বলেছেন, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করতে পেরেছেন- এটিই ইউক্রেনের শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ দিচ্ছে। তাদের দৃঢ় অবস্থানের মুখে গত মাসে কিইভে হামলা ছেড়ে পিছু হটতে মস্কো বাধ্য হয়েছে।
ইউক্রেনের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন, কিয়েভের লড়াইয়ে রাশিয়াকে প্রতিহত করতে আপনারা যা করেছেন তা অসাধারণ এবং বাদবাকি বিশ্বের জন্য অনুপ্রেরণাদায়ক।
ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার ভয়াবহ আগ্রাসন রুখে দাঁড়াতে ইউক্রেনের অসাধারণ সাহস, নেতৃত্ব এবং সফলতার কারণেই তারা সেখানে আবার ফিরে গেছেন।
ব্লিনকেন এবং অস্টিন ইউক্রেনের জেলেনস্কি সরকার এবং ওই অঞ্চলের অন্যান্য দেশকে ৭১ কোটি ৩০ লাখ ডলার নতুন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বাড়তি আরও ৩২ কোটি ২০ লাখ ডলারের সামরিক সহায়তা মিলে আগ্রাসনের শুরু থেকে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ৩৭০ কোটি ডলারে দাঁড়াবে বলে জানান এক মার্কিন কর্মকর্তা।
এবিসিবি/এমআই