ইউক্রেনে অভিযান চালাতে বাধ্য হয়েছে রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার সিদ্ধান্ত কঠিন ছিল। তবে তা করতে আমাদের বাধ্য করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া পুতিন জানান, পূর্ব ইউক্রেনের ডনবাসে আমাদের জনগণকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিমারা ইউক্রনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। কোনো সন্দেহ ছাড়াই বিশেষ অভিযানের সকল লক্ষ্য অর্জন হবে।
শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে পুতিন আরও বলেন, আমেরিকা ‘ভুল রাষ্ট্রকে’ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এছাড়া নিষেধাজ্ঞায় পশ্চিমা বিশ্বের বেশি ক্ষতি হবে বলে দাবি করেছেন পুতিন।
এবিসিবি/এমআই