ইউক্রেন আক্রমণ করলে বিধ্বস্ত পরিণতি হবে, পুতিনকে হুমকি বাইডেনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে আক্রমণ করলে ভয়ঙ্কর মূল্য দিতে হবে রাশিয়াকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১১ ডিসেম্বর) বাইডেন এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে এটা একেবারে পরিষ্কার করে দিয়েছি। যদি তিনি ইউক্রেনের দিকে অগ্রসর হন তাহলে তার (রাশিয়ার) অর্থনীতি বিধ্বস্ত হতে চলেছে।
এর আগে, গত ৭ ডিসেম্বরের বৈঠকে রাশিয়াকে সতর্ক করে দিয়ে জো বাইডেন বলেছেন, মস্কো যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে এর কঠোর জবাব দেবে ওয়াশিংটন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর হোয়াইট হাউস থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের চারপাশে রাশিয়ার শক্তি বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।
এবিসিবি/এমআই