Type to search

Lead Story আন্তর্জাতিক

আমেরিকার ইউটার্ন, সেই অস্ত্র না দেওয়ার ইঙ্গিত প্রেসিডেন্ট বাইডেনের

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোকে গত বৃহস্পতিবার হুশিয়ারি দেন, রাশিয়ায় আক্রমণ করা যাবে ইউক্রেনকে এমন অস্ত্র দিলে ‘ভয়াবহ পরিণতি হবে’।

ইউক্রেনকে দুলপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই রকেট লঞ্চার একশ মাইলেরও দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার খবর প্রকাশ হওয়ার পরই হুমকি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আর ল্যাভরভ হুমকি দেওয়ার তিনদিন পর এর জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন অস্ত্র দেবে না যেটি রাশিয়াতে গিয়ে পৌঁছাতে পারে।
এ ব্যাপারে বাইডেন বলেন, আমি এমন কিছু পাঠাব না যেটি রাশিয়াতে আঘাত হানতে পারে।

এদিকে বর্তমানে রাশিয়া ইউক্রেনের দোনবাস প্রদেশে হামলা চালাচ্ছে। রুশ বাহিনীর হাত থেকে দোনবাসকে রক্ষায় যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম চেয়েছে ইউক্রেন।

এ রকেট লঞ্চারের মাধ্যমে এক মিনিটের মধ্যে একাধিক রকেট ছোঁড়া যায়।

ইউক্রেন জানিয়েছে, যদি মাল্টিপল রকেট লঞ্চার তাদের হাতে এসে পৌঁছায় তাহলে যুদ্ধের মোড়ই ঘুরে যাবে। -আল জাজিরা

এবিসিবি/এমআই

Translate »