Type to search

Lead Story আন্তর্জাতিক

আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়াকে চড়া মূল্য দিতে হবে, চীনের হুঁশিয়ারি

উইঘুরদের ওপর চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বর্জনের ঘোষণা দিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

গত সপ্তাহে আমেরিকা ঘোষণা দেয়, চীনের অলিম্পিকে তাদের কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত থাকবেন না। তবে এতে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা অংশ নিতে পারবেন এবং তাদের প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

চীন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রহসন বলে উল্লেখ করে। তাদের ভাষ্য, খেলাধুলাকে রাজনীতিকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভেদ উস্কে দিতে চায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া অলিম্পিক প্লাটফর্মকে রাজনৈতিক কারসাজির কাজে ব্যবহার করছে। এই সিদ্ধান্তকে ‘ভুল কাজ’ আখ্যা দিয়ে ওয়েনবিন জানান, এর জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

জিনজিয়াং প্রদেশে উইঘুরসহ অন্যান্য মুসলমান জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে চীন সরকারের বিরুদ্ধে। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে চীন।

এবিসিবি/এমআই

Translate »