Type to search

Lead Story আন্তর্জাতিক জাতীয়

আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ

আফগানিস্তানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের প্রেক্ষিতে নগদ এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় উক্ত অর্থ জাতিসংঘের অঙ্গসংস্থা ‘অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানেটিরিয়ান অ্যাফেয়ার্স’-এর তহবিলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত ‘অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানেটিরিয়ান অ্যাফেয়ার্স’ বিশেষ তহবিলে অনুদানের অর্থ প্রেরণ করবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশের এ অর্থ জাতিসংঘের সংস্থাটির মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »