Type to search

Lead Story আন্তর্জাতিক

আজ হোয়াইট হাউজ ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প, অভিষেকের অপেক্ষায় জো বাইডেন

ক্ষমতার পালাবদলে আজ হোয়াইট হাউজ ছাড়ছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবপ্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে জো বাইডেনের। তার সাথে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। বাংলাদেশ সময় বুধবার (২০ জানুয়ারি) রাতে ক্যাপিটল ভবনের সামনের চত্বরে তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ওয়াশিংটন ডিসিতে এসেছেন বাইডেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী। ডেলাওয়ারের অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটনকে বিদায় জানানোর পরে মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ ঘাঁটিতে পৌঁছেছেন জো বাইডেন। সেখানে পৌঁছানোর পূর্বে তিনি ও তার স্ত্রী জিল বিমানে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

২০০৮ সালে বারাক ওবামার ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার আগে ৩৬ বছর ধরে সেনেটর থাকার সময় এখানেই থাকতেন বাইডেন। একটি বিদায়ী বার্তায় তিনি জানিয়েছেন, যখন আমি মারা যাবো, ডেলাওয়ারের কথা আমার হৃদয়ে লেখা থাকবে।

এদিকে আর মাত্র কয়েক ঘণ্টা পরই ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন ডোনাল্ড ট্রাম্প। চেয়েছিলেন জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে তিনি। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তাই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই হোয়াইট হাউজ ছাড়ছেন তিনি। এর আগে বিদায়ী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা যা করতে এসেছিলাম তা করেছি। আমি কঠিন লড়াই, সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলম।’

Translate »