Type to search

Lead Story রাজনীতি

আজ দেশব্যাপী বিএনপির গণমিছিল-বিক্ষোভ

আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কারাবন্দি নেতাদের মুক্তি, দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে এবং গুলিতে মৃত্যু নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে আজ ঢাকা মহানগরসহ প্রতিটি মহানগরে এ কর্মসূচি পালন করবে বিএনপি।

গত শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত গণসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ওইদিন ১০ দফা আদায়ের জন্য আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) ঢাকা মহানগরীসহ সারাদেশের প্রতিটি জেলা-উপজেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »